হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হবে বিজ্ঞাপন

৮ নভেম্বর, ২০২৩ ১০:৪৩  

ইনস্টাগ্রামের মতো স্টোরি ফিচারে বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। টেকক্র্যাঞ্চকে দেয়া সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উইল ক্যাথকার্ট একথা। তিনি জানিয়ছেন, অ্যাপের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপের এই বিজ্ঞাপনটি দেখা যাবে। এরমধ্যে রয়েছে চ্যানেল ও স্ট্যাটাস।

এ বিষয়ে ক্যাথকার্টকে, হোয়াটসঅ্যাপে ফ্রি এবং বিজ্ঞাপনবিহীন এই দুটি অপশন থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, এই বিজ্ঞাপন ইনবক্স বা মেসেজিং এক্সপেরিয়েন্সে থাকছে না। চ্যানেল তার ব্যবহারকারীদের সাবস্ক্রাইব করার জন্য চার্জ ধার্য করতে পারে এবং চ্যানেলের মালিকেরা তাদের চ্যানেলে অ্যাড প্রোমোট করতে পারে।

প্রযুক্তি সংবাদ মাধ্যম ভার্জ এর খবরে প্রকাশ , ২০১৮ সাল থেকে মেসেজিং এই অ্যাপটি বিভিন্নভাবে বিজ্ঞাপনকে যুক্ত করতে চাচ্ছে। এরপর ২০২০ সালে কোনও একটি অভ্যন্তরীণ কারণে বিজ্ঞাপন আনার বিষয়টি স্থগিত করা হয়। ধারণা করা হয়, এতে ব্যবহারকারী বিরক্ত হতে পারে। ফলে তখন বিষয়টি আপাত স্থগিত করে ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য রাখা হয়।